আমার দেখা পদ্মা
আমি পদ্মা নদীর গরর্জন এর কথা আমার বাপ দাদার কাছে অনেক শুনেছি। তার বলত পদ্মা নদীর নাকি গর্জন দশ মাইল দুর থেকে শোনা যেত। আমি আজ পদ্মা দেখি, নেই তার কোন গর্জন যেন পরাজিত সেনাদের মত মাথা নিচু করে বয়ে যায়। আমরা যদি এই পদ্মার সাথে আমার বাপ দাদার পদ্মা কে মিলাতে যায় তা হলে কি মিল পাব? আসলে কোন মিলই খুঁজে পাব না। আমাদেরকে এখন কোন রাষ্ট্র পানি দিলে তবে পানি পায়। যখন তার ডুবতে থাকে তখন পানি ছাড়ে। যার জন্য উত্তরান্চল আজকে মরুভূমিতে পরিনত হতে চলেছে। আর হয়তো বেশি দুরে আমরা অবস্থান করছি না। হয়ত একদিন দেখবো শুধুমাত্র শররের পানি নিষ্কাষন এর কাজে ব্যবহার হচ্ছে আমার বাপ দাদার এই পদ্মা নদী। আমরা কি এই নদী দেখতে চাই? নিশ্চয় না। তবে কেন এই পদ্মা............................
চলবে...............