২১শে মার্চ বিশ্ব বন দিবস

আজকের দিনে যে অর্থে পশু পাখীরা বন‍্য প্রাণী-আমাদের পূর্ব পুরুষরাও সেই একই অর্থে বন‍্য প্রাণী ছিলেন।মানুষ আর বুদ্ধির বিকাশের সাথে তাল মিলিয়ে সভ্যতার স্থাপন করে।আর শুরু হয় বন নিধন যজ্ঞ।জনসংখ্যা  বৃদ্ধির সাথে সাথে সারা পৃথিবীতে বন‍ভূমি কমতে থাকে।আর প্রতি দিন বিলুপ্ত হচ্ছে কত বিরল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি।১৯৯২সালে রিও ঘোষণা পত্রে বন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহন করার কথা বলা হয়।দেরিতে হলেও তারই ফল স্বরূপ ২০১২ সালে অনুষ্ঠিত জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভায়

বন ও বনভূমি রক্ষার জন্য ২১শে মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসাবে ঘোষণা করা হয়।

আসুন আমরা আমাদের সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বনকে রক্ষা করি।ধন্যবাদ।

 

★আজ বিশ্ব বন দিবস★
     -মধু মঙ্গল সিনহা
আজকের দিনে যে অর্থে পশু পাখীরা বন‍্য প্রাণী-আমাদের পূর্ব পুরুষরাও সেই একই অর্থে বন‍্য প্রাণী ছিলেন।মানুষ আর বুদ্ধির বিকাশের সাথে তাল মিলিয়ে সভ্যতার স্থাপন করে।আর শুরু হয় বন নিধন যজ্ঞ।জনসংখ্যা  বৃদ্ধির সাথে সাথে সারা পৃথিবীতে বন‍ভূমি কমতে থাকে।আর প্রতি দিন বিলুপ্ত হচ্ছে কত বিরল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি।১৯৯২সালে রিও ঘোষণা পত্রে বন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহন করার কথা বলা হয়।দেরিতে হলেও তারই ফল স্বরূপ ২০১২ সালে অনুষ্ঠিত জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভায়
বন ও বনভূমি রক্ষার জন্য ২১শে মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসাবে ঘোষণা করা হয়।
আসুন আমরা আমাদের সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বনকে রক্ষা করি।ধন্যবাদ।

 


নিজের সম্পর্কে লেখক

I am author and poet.Writes in four different language i.e English,Bangali,Hindi and Bishnupriya language.

ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।