ফেইস বুক

ফেইসবুক সাময়িক বন্ধ!!! ফেইসবুক সাময়িক বন্ধ ঘোষণা কেরেছে বাংলাদেশ সরকার। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা জন্য পাকিস্তান সরকার ফেইসবুক বন্ধ করেছে। বিষয়টি বাংলাদেশের জন্য স্পর্শকর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে ফেইসবুক বন্ধে সরকারি সিদ্ধান্তে রক্ষণশীল মুসলিস গোষ্ঠী খুশি কিন্তু তরুন সমাজ গতকাল মৌনমিছিল এবং মানববন্ধন করেছে। সরকার নিয়ন্ত্রিত উপায়ে ফেইসবুক পুনরায় চালু করার পথ খুজঁছে।


নিজের সম্পর্কে লেখক

I am a simple man



ছাপবার জন্য এখানে ক্লিক করুন


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।