জাতিকে আর কত ধুনপুন বোঝাবেন?
প্রধানমন্ত্রী কিছুদিন আগে ফরিদপুরে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বললেন, দেশে কোন যুদ্ধাপরাধী নেই, আছে রাজাকার। পুতুলের দাদা শ্বশুর ছিল রাজাকার। যুদ্ধাপরাধী ছিল না। আপনারা পুতুলের দাদা শ্বশুরের কথা বারবার বলেন। কিন্তু শেখ সেলিমের কথা কখনও বলেন না। সাজেদা চৌধুরী একই কথা বলে ইন্জিনিয়ার মোশারফের রোষাণলে পরেন। জনাব মোশারফ ঘোষণা দেন সাজেদা চৌধুরীকে প্রতিহত করা হবে। দলের এই অভ্যান্তরীন কোন্দল নিরসেনে প্রধানমন্ত্রী নিজে মধ্যস্থতা করেন। এখন নিজামীদের ব্লাসফেমি নাটকে আটক করার পর বিএনপি নিজামীদের মুক্তি চাইল। প্রধানমন্ত্রী বললেন, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাতো যুদ্ধাপরাধীদের বিচার করছেন না। বিচার করছেন মানবতার বিরুদ্ধে অপরাধীদের। সে অপরাধে কাউকে এ্যারেস্টও করা হয়নি। আর দেশেতো যুদ্ধাপরাধী নেই। আপনি নিজেইতো সেই ঘোষণা দিয়েছেন। তবু কেন আবার সেই ধোঁয়া তুনছেন? স্ববিরোধী কথা আর কত বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী? জাতিকে আর কত ধুনপুন বোঝাবেন?
নিজের সম্পর্কে লেখক
later..