সকল ফ্রন্টে প্রতিরোধ শক্তিশালী হোক


কোন আরব দেশ করে নি, কোন মুসলিম দেশও নয়, গাজায় গণহত্যার মতো জঘন্য অপরাধে অভিযুক্ত করে ইজরায়েলকে আন্তর্জাতিক আদালতে (ইন্টারন্যাশলাল কোর্ট অফ জাস্টিস) তুলল দক্ষিণ আফ্রিকা: কালোমানুষদের দেশ, কমরেড নেলসন মান্ডেলার দক্ষিণ আফ্রিকা। জিন্দাবাদ দক্ষিণ আফ্রিকা, জিন্দাবাদ কমরেড নেলসন মান্ডেলা।   

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলার গণশুনানি বৃহস্পতিবার ১১ জানুয়ারী, ২০২৪ তারিখে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) শুরু হয়েছে। বিচারের প্রথম দিনে, দক্ষিণ আফ্রিকা গত ২৯ ডিসেম্বর গণহত্যার অভিযোগ তুলে অবিলম্বে যুদ্ধ বিরতির আভেদন জানিয়ে যে মামলাটি দায়ের করেছিল তার পক্ষে শক্ত প্রমাণ পেশ করেছে। ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল গাজাবাসীদের বিরুদ্ধে যুদ্ধে জাতিসংঘের গণহত্যা কনভেনশন লংঘন করেছে, দক্ষিণ আফ্রিকা এই অভিযোগ তুলেছে।

বর্তমান বিশ্বব্যবস্থাকে বদলানো সহজ কাজ না। জায়নিস্ট সেটলার কলোনিয়াল রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে লড়াই আরো কঠিন, কারন সে লড়াই কার্যত সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, সমরাস্ত্র ব্যবসা এবং বর্ণবাদী প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ইউরোপের বিরুদ্ধে লড়াই । কিন্তু গণ্মানুষের লড়াই থেমে থাকে নি। নেলসন মান্ডেলার আফ্রিকা সেটা দেখিয়ে দিল।

বাংলাদেশে আমরা এক ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়তে ব্যর্থ হচ্ছি, কারন আমরা প্রতিরোধের ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। বর্ণবাদী ও সাম্রাজ্যবাদী পাশ্চাত্য আমাদের ‘ভোট’ শিখিয়েছে, যেন আমরা প্রতিরোধের শক্তি ভুলি, আমাদের লড়াইয়ের ইতিহাস ভুলি, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে আমাদের প্রভূত আনন্দ।

আন্তর্জাতিক আদালত কি রায় দেবে সেটা বড় কথা নয়, বলাবাহুল্য শক্তিশালী পরাশক্তির রাজনৈতিক প্রভাব ও প্রতিপত্তির মধ্যে ইতিবাচক কোন রায় প্রত্যাশা ক্ষীণ। কিন্তু দক্ষিণ আফ্রিকা আদালতে ইজরায়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলো দাখিল করেছে, তা ঐতিহাসিক নথি হিশাবে রক্ষিত হোল। তা খণ্ডন করা মুশকিল। সেটা আমরা ইজরায়েলের পক্ষে শুনানিতে পরিষ্কার দেখেছি।

পৃথিবী বদলে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।