এসো দয়াল, পার কর ভবের ঘাটে


এসো দয়াল, পার কর ভবের ঘাটে
ভবনদীর তুফান দেখে
      ভয়ে প্রান কেঁদে ওঠে।।

পাপ ও পূন্য যতই করি
ভরসা কেবল তোমারি
তুমি যার হও কাণ্ডারী
     ভব ভয় তার যায় ছুটে।।

সাধনের বল যাদের ছিল
তারাই কূল- কিনারা পেল
আমার দিন অকাজেই গেল
     কি জানি হয় ললাটে।।

পুরানে শুনেছি খবর [১]
পতিত পাবন নামটি তোমার
লালন বলে আমি পামর
     তাইতে দোহাই দেই বটে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।