আল্লার নাম সার করে যেজন বসে রয়


আল্লার নাম সার করে যেজন বসে রয়
    তার আবার কিসের কালের ভয়।।

আল্লার নাম মুখেতে বল
সময় যে বয়ে গেল
মালেকুত মওত এসে বলিবে চল
যার বিষয় সে লয়ে যাবে
    সেকি করবে ভয়।।

আল্লার নামের নাই তুলনা
সাদেক দিলে সাধলে পরে
   বিপদ থাকে না।
সে যে খুলবে তালা, জ্বালবে আলা
দেখতে পাবে জ্যোতিময়।।

ভেবে ফকির লালন কয়
নামের তুলনা দিতে নয়
আল্লা হয়ে আল্লা ডাকে
   জীবে কি তার মম পায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।