দয়াল নিতাই কারো ফেলে যাবে না


দয়াল নিতাই কারো ফেলে যাবে না
    ধর চরন ছের না ।।

দৃড় বিশ্বাস করেরে মন
ধর নিতাই চাঁদের চরন
এবার পার হবি পার হবি তুফান
     এপারে কেউ থাকবে না।।

হরি নাম তরনী লয়ে
ফিরছে নিতাই নেয়ে হয়ে
এমন দয়াল চাঁদকে পেয়ে
     শরন কেন নিলে না।।

কলির জীবকে হয়ে সদায়
পারে যেতে ডাকছে নিতাই
অধীন লালন বলে মন চল যাই
     এমন দয়াল মিলবে না।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।