নবীজীর অর্থ বিনা
নবীজীর অর্থ বিনা ও দিনকানা কর্ম জোটে না
আল্লা নবী হয় এক প্রেমেতে উপাসনা ॥
চেতন হলে জানতে পারে
আল্লা নবী কত দূরে
কে বা নবী কে বা বিবি
ও তুই করগে ঠিকানা ॥
যে খোদেজা সেই তো খোদা
আকৃতি নাম রাখলেন জুদা
এক কারেতে মোহরানা
(আমার) নবীর হয় দেনা ॥
চৌদ্দ ভূবন চৌদ্দ ভাগে
তিন বিবি কলেমার আগে
এগারোজন দাস্য ভাবে
লালন কয় করে উপাসনা ॥
ছাপবার জন্য এখানে ক্লিক করুন