চিরদিন জল ছেঁচিয়ে জল ছারে না এ ভাঙ্গা নায়।


চিরদিন জল ছেঁচিয়ে জল
      ছারে না এ ভাঙ্গা নায়।
একমালা জল ছেঁচতে গেলে
      তিন মালা জোগায় তলায়।।

আগা নায়ে মন-মনুরায়
      বসে বসে চুমুক খেলা।।
আমার দশা তলা ফাঁসা
     জল ছেঁচি আর গুধরি গলায়।।

ছুতোর বেট্যার কারসাজিতে
     জনম-তরীর ছাদ মারা নাই
নৌকার আশেপাশে কাষ্ঠ সরল
       মেজেল কাঠ গড়েছে তলায়।।

মহাজনের অমূলয ধন
     মারা গেল ডাকনি জোলায়
লালন বলে মোর কপালে
      কী হবে হিসাবের বেলায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।