সাধ্য কিরে আমার সে রূপে দেখিতে


সাধ্য কিরে আমার সে রূপে দেখিতে।।
অহোনিশি মায়াঠুসি জ্ঞান চোখেতে।।

ঈশান কোণে হামেশ ঘড়ি, সে নড়ে কি আমি নড়ি,
আমার আমি হাতড়ে ফিরি, পারি না ধরতে।।

অচিন আর আমি একজন, এক জাগাতে থাকি দুজন,
ফাঁকে থাকি লক্ষ্য যোজন,পারি না চিনতে।।

ঢুড়ে হদ্দ মেনে আছি,এখন বসে খেদাই মাছি;
লালন বলে মরে বাঁচি কোন কার্যতে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।