যদি সরায় কার্য্য সিদ্ধ হয়
যদি সরায় কার্য্য সিদ্ধ হয়।।
তবে মারফতে কেন মরতে ধায়।।
শরিয়ত আর মারফত যেমন,
দুগ্ধেতে মিশান মাখন,
মাখন তুললে দুগ্ধ তখন,
ঘোল বলে তা জানে সবায়।।
মারফত মূল বস্তু জানি,
শরিয়ত তার সরপোষ খানি,
ঘুচাইলে সরপোষখানি,
বস্তুরয় কি সরপোষখানি রয়।।
আক্কেল আওল দরিয়া,
দেখনা মন-গুণ-যে ডুবিয়া,
মুর্শিদ ভজন যে লাগিয়া,
লালন বলে তাতে ভোল সবায়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন