মেরে সাঁইর আজব কুদরতি,তা কেউ বুঝতে পারে


মেরে সাঁইর আজব কুদরতি,তা কেউ বুঝতে পারে
   আপনি রাজা আপনি প্রজা ভবেতে পরে।।

আহাদ রূপ লুকায় হাদি,আহাম্মদী রূপ ধরে,
   এ মর্ম না জেনে বান্দা, জেনে বান্দা, পড়বি ফেরে।।

বাজীকর পুতলা নাচায়,কথা কওয়ায় আপনি তারে,
    জীব দেহ সাই চালায় ফেরায়, সেই প্রকারে।।

আপনারে চিনবে যে পড়বে সে ভেদের ঘরে,
   লালন কয় না জেনে তাও বেড়াও ঘুরে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।