দেখবি যদি সে চাঁদেররে
দেখবি যদি সে চাঁদেররে
যা যা কারণ সমুদ্দুরের পারে।।
কারুন্য তারুণ্য আড়ি,যে জম দিতে পাড়ি,
সে বটে সাধক এড়ায় ভবলোকে,
বশত হবে তার অমর নগরে
এক নদীর তিন বইছে ধারা,
নাইকো নদীর কূল কিনারা,বেগে তুফান ধায়,দেখে লাগে ভয়,
পার হও যদি সাজাও প্রেমের তরী রে।।
মায়ার গেরাফি কাট ত্বরায় প্রেম তরতে চড়,
সামনে কারণ সমুদ্দুর,পার হ’য়ে হুজুর,
যারে লালন শুধু গুরুর বাগ ধরে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন