অনেক ভাগ্যের ফলে,যে চাঁদ কেউ দেখিতে পায়


অনেক ভাগ্যের ফলে,যে চাঁদ কেউ দেখিতে পায়
  অমাবশ্যা নাই সে চাঁদে,দ্বিদলে তার কিরণ উদয়।।

যথা সে চাঁদের ভুবন,দিবা রাতের নাই আলাপন,
  কোটি চন্দ্র জিনি কিরণ বিজলী চঞ্চলে সদায়।।

সিন্ধু মাঝে বিন্দু বারি,মাঝখানে তার স্বর্ণগিরি,
অধর চাঁদের বিরাজ পুরী,
  সেহিত তিল প্রমাণ যায় গায়।।

দরশনে দুঃখ হরে,পরশিলে পরশ করে,
  এমনি সে চাঁদের মহিমা,লালন ডুবে ডোবে না তায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।