আগে কপাট মার কামের ঘরে
আগে কপাট মার কামের ঘরে
মানুষ ঝলক দিবে রূপ নিহারে।।
হাওয়া ধর অগ্নি স্থির কর,যা’তে মরিয়ে বাঁচিতে পার,
মরণের আগে মর,দেখে শমন থাক ফিরে।।
বারে বারে করিরে মানা,লীলার দেশে আর যেও না,
রেখো তেজের ঘর তেজিয়ানা,সাধ উর্ধ্ব চাঁদ ধরে।।
জাননা মন পারাহীন দর্পণ,কেমনে রূপ হয় দরশন,
অতি বিনয় করে কয় লালন,থেক হুসারে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন