যদি গৌর চাঁদকে পাই


যদি গৌর চাঁদকে পাই
গেল গেল এ ছার কুল তা’তে ক্ষতি নাই।।

কি ছার কুলের গৌরব করি
অকূলের কূল গৌর হরি
এ ভব তরঙ্গে তরী
     গৌর গোঁসাই।।

জন্মিলে মরিতে হবে
কুল কি কারো সঙ্গে যাবে
মিছে কেবল দুই দিন ভবে
     কুলের বড়াই।।

ছিলাম কুলের কুলবালা
সঙ্গে লয়ে আঁচলা ঝোলা
লালন বলে গৌরবালা
     আর কারে ডরাই।।

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।