তুমি কার আজ কেবা তোমার এই সংসারে


তুমি কার আজ কেবা তোমার এই সংসারে
 ভ্রমিছ মায়ায় মজিয়ে সংসারে।।

এক পিরীতি দন্তে জিহৃয়,ফাঁক পেলে সেও সাজা দেয়,
  স্বপনেতে সব জানতে হয়,ভাবনারে।।

সময়ে সকলে সখা,অসময় না দেয় দেখা
  কার ভোলায় ভোল একা,চার যুগেরে।।

আপনি যখন নয় আপনার,কারে বল আমার আমার,
  সিরাজ সাঁই কয় লালন তোমার জ্ঞান নাহিরে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।