যদি রূপ নগরে যাবি। অনুরাগের ঘরে মারগা চাবি


যদি রূপ নগরে যাবি। অনুরাগের ঘরে মারগা চাবি
  শোনরে ও মন তোরে বলি,তুই আমারে ডুবাইলি।।

পরের ধনে লোভ করিলি,সে ধন তুই আর কয়দিন খাবি
  নিরঞ্জন সেই নির-নিরাকার,নাইকো রে তার আকার সাকার,বিন।।

বীজে জন্ম গো তাঁর,দেখতে চাইলে দেখতে পাবি
লালন সা ফকিরে বলে,গাছ রয়েছে অগাধ জলে
  ফুল ফলে ঢেউ খেলিছে,ঘরে ঢুড়লে জানতে পাবি।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।