কি কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়


কি কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
 এক এক দেশে এক এক বাণী,কয় খোদা পাঠায়।।

যদি একই খোদার হয় রচনা,তা’তে ভিন্ন থাকে না,
  মানুষের সকল রচনা,তাইতে ভিন্ন হয়।।

এক যুগে যা পাঠায় কালাম,অন্য যুগে হয় কেন হারাম,
  এমনি দেখি ভিন্ন তামাম, ভিন্ন দেখা।।

এক এক দেশের এক এক বাণী,পাঠান কি সাঁই গুণমনি
  মানুষের রচিত জানি,লালন ফকির কয়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।