বলিরে মানুষ মানুষ এই জগতে
বলিরে মানুষ মানুষ এই জগতে
কি বস্তু কেমন আকার না পাই দেখিতে।।
যে তারে হয়ঘর খান,আগমে আছে রতন,
ঘরের মাঝে কোন জন,হয় তা চিনতে।।
এই মানুষ না যায় চিনা,কি বস্তু কেমন জনা,
নিরাকার নিরঞ্জনা,যাবে চিন্তে।।
মূল মানুষ এই মানুষে,
ছাড়া ছাড়ি কত সে সিরাজ সাঁই কয় লালন বেড়ায়,
বোঝ সত্য অন্তে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন