দেল দরিয়ায় ডুবে দেখ না অতি অজান খবর যাবে জানা


দেল দরিয়ায় ডুবে দেখ না অতি অজান খবর যাবে জানা
  আলখানার শহর ভারি,তাহে আজব কারিগরী।।

বোবায় কথা কয়,কালায় শুনতে পায়,
  আধেলাতে পরখ করছে সোনা।।

ত্রিবেনীর ঐ পিছল ঘাটে,বিনা হাওয়ায় মৌজা ছোটে,
  ডওরায় পানি নাই,ভিটা ডোবে তাই।।

শুনলে কি পাবি এ কারখানা,
কাবার যোগ্য নয় সে কথা,সাগরে ভাসে জগৎ মাতা,
  লালন বলে উদরে,পিতা জন্মে,পত্নীর দুগ্ধ খেল না।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।