একি আছমানি চোর ভবের শহর লুঠছে সদায়


একি আছমানি চোর ভবের শহর লুঠছে সদায়
 আসা যাওয়া কেমন রাহা,কে দেখেছে বল আমায়।।

শহর বেড়ে অগাধ দ’রে,মাঝখানে তার ভাব মন্দিরে,
সে নিগুম যায়গা তার,পবন দ্বারে চৌকী ফেরে।।

এমন ঘরে চোর আসে যায়
  এক শহরে চব্বিশ জেলা,ডাক ছাড়ে কামান দু-বেলা

বলিয়ে জয় জয়,ধন্য চোরের এঘাট মারে,রাখেনা কাহার ভয়
মন বুদ্ধির অগোচর চোরা,আজ বল্লে কি পাবি তোরা,
 আমার কথায়,লালন বলে ভাবুক হলে,চোরের ধাক্কা লাগে গায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।