নানারুপ শুনে শুনে ক্রমে শূন্য পলাম রে সাধুর খাতায়


নানারুপ শুনে শুনে ক্রমে শূন্য পলাম রে সাধুর খাতায়,
  বুঝিতে বুঝিতে বোঝা চাপল মাথায়।।

যা শুনিতে হয় বাসনা,শুনেলে মনে আট বসেনা,
  তার বড় শুনিয়ে মনা দৌড়ায় সেথায়

একবার বলি যাই কাশীতে,আবার পেড়োয় যেতে,
  দিন গেল মোর দোটানাতে,যাইবা কোথায়।।

এক জেনে যে এক ভজিল,সেই সে পাড়ি সেরে গেল,
  লালন বারো তালে পল,শেষ অবস্থায়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।