মেরাজের কথা সুধাব কারে।আদমতনে নিরাকারে মিললে কি করে


মেরাজের কথা সুধাব কারে।আদমতনে নিরাকারে মিললে কি করে,
  নবী কি ছাড়ল আদমতন,কিবা আদমতন হল নিরঞ্জন,

কে বলিবে সেই অন্বেষণ,এই অধীনেরে,
নয়নে নয়ন বুকে,উভয় মিলে হইয়ে কৌতুক।।

তবে দেখল না সাঁইয়ের,নবীর নজরে,
সিরাজ সাঁই কয় লালন তোমার,বসে জ্ঞান দ্বারা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।