সে করণ সিদ্ধি করা সামান্যের কাজ নয়


সে করণ সিদ্ধি করা সামান্যের কাজ নয়
গরল হতে সুধা নিতে আতশে প্রাণ যায়।।

সাপের মুখে নাচায় বেঙ্গা
এ বড় আজব রাঙ্গা
রসিক যদি হয় রে ঘোঙ্গা
     তারে অমনি ধরে খায় ।।

ধন্বন্তরি গুণ শিখিলে
সে মানে না রূপের কালে
সে গুণ তার উল্টায়ে ফেলে
     মস্তকে দংশায় ।।

আত্মতত্ত্বের যে অনুরাগী
নিষ্ঠা রতি ভড়ং ত্যাগী
লালন বলে রসিক যোগী
     সে তো আমার কার্য নয় ।।

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।