অনুরাগ নইলে কি সাধন হয়,শুধু মুখের কথা নয়
অনুরাগ নইলে কি সাধন হয়,শুধু মুখের কথা নয়,
তার সাক্ষী চাতক পাখীরে,কোট সাধনে যায়রে মরে।।
অন্য বারি খায় না রে,থাকে মেঘের জল আশায়,
বনের পশু হনুমান,রাম বিনে তার নাই ধিয়ান।।
নিরীখ রেখে ঐ চরণের পর,অন্যরূপ না ফিরে চায়
রামদাস মুচির ভক্তিতে,গঙ্গা এল চামড়ার কেটোতে,
তাঁরে সাধলো কত মহতে লালন কূলে কূরে রয়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন