রাত পোহালে পাখটে বলে দে-রে খাই


রাত পোহালে পাখটে বলে দে-রে খাই
  আমি গুরু কার্য্য মাতায় থুয়ে,কি করি আর কমনে যাই।।

এমন পাখী কে পোষে,খেতে চায় সাগর চুষে,আমি কিরূপে যোগাই,
  পাখী পেট ভরিলে হয় আনন্দ, কি করবে গুরু গোসাই।।

আমি বলি আত্মারাম,পাখী লওরে আল্লাহ,নাম;
  পাখী কথাতে হয়না রত,খাব রব সদাই।।

আমি লালন পড়া,পাখী আমার সেই আড়া,সবুরি কিছু নাই,
  আমি বুদ্ধি শুদ্ধি সব হারায়ে,সারা হলাম পেটুক ভাই।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।