ব্রজ লীলে একী লীলে


ব্রজ লীলে একি লীলে!
     কৃষ্ণ গোপিকারে জানাইলে ॥

যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ন
আবার গুরু বলে ভজলেন তার চরণ
একি ব্যবহার শুনি চমৎকার
     জীবের বোঝা ভার ভূমণ্ডলে ॥

লীলে দেখে কম্পিত ব্রজধাম
নারীর মান ঘুচাতে যোগী হলেন শ্যাম
দুর্জয় মানের দায় বাঁকা শ্যাম রায়
     নারীর পাদপদ্ম মাথায় নিলে ॥

এ জগতের চিন্তে শ্রীহরিত
আজ কি হরির চিন্তে হলেন গো নারী
অসম্ভব বচন ভেবে কয় লালন
     রাধার দাসখাতে শ্যাম বিকাইলে ॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।