ভজ রে আনন্দের গৌরাঙ্গ
ভজ রে আনন্দের গৌরাঙ্গ
যদি তরিতে বাসনা থাকে
ধর রে মন সাধুর সঙ্গ।।
সাধুর গুণ যায় না বলা
শুদ্ধ চিও অন্তর খোলা
সাধুর দরশনে যায় মনের ময়লা
পরশে প্রেমতরঙ্গ।।
সাধুজনার প্রেমহিল্লালে
কত মানিক-মুক্তা ফলে
সাধু যারে কৃপা করে
প্রেমময়ে দেয় প্রেমানঙ্গ।।
একরসে হয় প্রতিবাদী
একরসে ঘুরছে নদী
একরসে নৃত্য করে
নিত্যরসের শ্রী গৌরাঙ্গ।।
সাধুর সঙ্গগুনে রঙ ধরিবে
পূর্ব-স্বভাব দূরে যাবে
লালন বলে পাইবে প্রানের গোবিন্দ
করবে সৎসঙ্গ।।
(বৈষ্ণব রসতত্ত্বের ওপর এই গান আদৌ লালনের কালাম কিনা সন্দেহ আছে। লালন দাস্যভাবকেই শ্রেষ্ঠ ভাব মেনেছেন; 'আনন্দের গৌরাঙ্গ' ভজনা ফকির লালন শাহের ধারা নয়। তবে লালনের ভনিতা দিয়ে গানটি গাওয়া হয়। )
ছাপবার জন্য এখানে ক্লিক করুন