কোন পথে যাবি মন ঠিক হোল না


কোন পথে যাবি মন ঠিক হোল না
করো লাফালাফি সার কাজে শূন্যকার [১]
টাঁকশালে পড়িলে যাবে জানা।।

যেতে চাও মক্কা  যদি পাও ধাক্কা
ফিরে দাঁড়াও তৎক্ষণা।।
বলে এতে কার্য্য নাই  কাশীধামে যাই
করে সহজ বিবেচনা।।

ক্ষণেক উদাসী ক্ষনেক গৃহবাসী
ক্ষনেক মন হতাভাগা আনমনা।।
বাজায় তিলেকে তিন তাল বাজায় হামে হাল
মনের ঘরে বাঁধায় তা না না।।

একে নিরিখ যার যেতে ভবে পার
সেই তরী টাল খাবে না।।
হারে পাঁচ পায়ের চলন  চলিয়ে লালন
   (এখন) চৌরাশি করে আনাগোনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।