দেখনা মন ঝাকমারি এই দুনিয়দারী
দেখনা মন ঝাকমারি এই দুনিয়দারী
পড়িয়ে কপনি-ধ্বজা কি মজা উড়ালে ফকিরী।।
বড় দরদের ভাই বন্ধুজনা
সাথের সাথী কেউ হবে না মন তোমারি
সেদিন খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তোরি।।
যা কর তা কররে মন
শেষের কথা রেখ স্মরন বরাবরই
ও তোর পিছে পিছে ফিরছে শমন
কোনদিন হাতে দিবে ডুরি।।
বড়ো আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথায় রে কার ঠিক নাই তারই,
দরবেশ সিরাজ সাঁই কয় লালন ভেড়ো,
(তুই) করিস রে কার[১]এন্তেজারী।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন