ফের প’লো তোর ফকিরিতে
ফের প’লো তোর ফকিরিতে
যে ঘাটে মারা ফিকির- ফাকার
ডুবে ম’লি সেই ঘাটাতে।।
ফকিরি সে এক নাচাড়ি
অধর ধরে দিতাম বেড়ি
পাস্তানি খোলা দুয়ারি
তাই দেখে রেখেছি পেতে।।
না জেনে ফিকিরি আঁটা
শিরিতে পরালাম জটা
সার হলো ভাং ধুতরা ঘোটা
ভজন-সাধন সব চুলাতে।।
ফকিরি-ফিকিরি করা
হতে হবে জ্যান্তে মরা
লালন কয় নেংটি এড়া
আঁট বসে না কোনো মতে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন