মনেরে বোঝাব কত


মনেরে বোঝাব কত
যে পথে মরন ফাঁসী
   সেই পথে মন সদায় রত।।

যে জলে লবন জন্মায়
সেই জলেই লবন গলে যায়
তেমনি আমার মন মনরায়
   একা একা হচ্ছে হত।।

চারের লোভে মৎস্য গিয়ে
চারেতে পড়ে ঝাঁপিয়ে
অমনি আমার মন ভেয়ে
   মরন ফাঁসী নিচ্ছে সে ত ।।

সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনই দিনই
ভক্তিহারা ভাবুক যিনি
   সেকি পাবে গুরুর পদ।।

 

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।