ভাব বিনে কি ভাবের মানুষ
ভাব বিনে কি ভাবের মানুষ
ধরতে পারা যায়
অচেনা এক ভাবের পাখি
হৃদাকাশে উড়ছে সদাই।।
প্রেমময়ের প্রেম মুখ
দেখবার আশে কতই দুঃখ
স্থূল জগত হইল সূক্ষ্ম
(তাই সে) চেনা বিষম দায়।।
ভাবেতে ব্রহ্মাণ্ড ঘুরে
বিশ্বব্যাপী একটি তারে
তারের খবর ধারা ধারে
কানের কাছে কয়ে যায়
কাননে ঐ কুসুম কলি
ঝরে ফুটে আসে কলি
রক্তজবা জুঁই চামেলী
আপনার রঙ আপনি চায়।।
গিরিগুহায় বর্তমান
আছে কত ভাবের পাষাণ
এক জনেরি অনুসন্ধান
করতেছে লতায় পাতায়।।
কেন জন্ম মৃত্যু হয়
কয়জনে তার খবর লয়
গ্রহতারা তারা গগনময়
মিটি মিটি কেন চায়।।
ভাবের সাগর গভীর বারি
সকলের ঘটে না পাড়ি
প্রেমিকের ভাঙা তরী
বিনা বাতাসে উজানে ধায়।।
ভাবনদীতে জীবন ধারা
চলচে ভাটি রয়না খাড়া
তেমন করে যায় যে মারা
বাহ্য লীলা ভুল কোথায়
জালাল কয় মোর ভাবের গোলা
গুরু বিনে যায় না খোলা
দুই চক্ষে পড়েছে ধূলা
মন মজেনা চরণ সেবায়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন