কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে


কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
গৌর গোপীনাথ মন্দিরে গেল
     আর তো এলো না ফিরে।

যার লাগি কুল গেল
সেই আমারে ফাঁকি দিল
কলঙ্কী নাম প্রকাশ হল
     কেবল গো আজ আমারে।

দরশনে দুর্গতি যায়
পরশে পরশ করে নিশ্চয়
হেন চাঁদ হইয়ে উদয়
     লুকাইল কোন শহরে।

শুধু গৌর নয়– গৌরাঙ্গ
অন্তরে আছে গৌরাঙ্গ
লালন বলে, হেন সঙ্গ
     পেলাম না কর্মের ফেরে।।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।