না জানি ভাব কেমন ধারা।
না জানি ভাব কেমন ধারা। না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা।। হরনাল করনাল মৃণালে শুকনালে সু-ধারায় চলে বিনা সাধনে এসে রণে পুজি-পাট্টা হলাম হারা।। সেই নদীর ত্রিধারা কোন ধারে তার কপাট মারা কোন ধারে তার সহজ মানুষ সদাই করে চলাফেরা।। অবোধ লালন বিনয় করে এ কথা আর বলবো কারে রূপদর্শন দর্পণের ঘরে হ’লাম আমি পার হারা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন