কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
(শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা) [১]
অনন্ত কুঠরি থরে থর
চারদিকে আয়নামহল তার
হাওয়ার পথ নাই রূপ দেখা দায়
মণিমাণিক্যের ছটা।।
যেদিন যাবে রসিক চাঁদ সরে
হাওয়ার প্রবেশ হবে সেই ঘরে
নিভাইবে রসের বাতি
ভেসে যাবে সব ঘটা।।
দেখিতে বাসনা যার হয়
দিলদরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে কল ছুটিলে
কারে আর দেখবি কেঠা।।
( শুদ্ধ পাঠ নির্ণয়: ৪ এপ্রিল ২০১৮)
(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৪৯)
(আরো পড়ূন)
অজান খবর না জানিলে কিসের ফকিরি ৷
যে নূরে নূর নবি আমার
তাহে আরশ বাড়ি ॥
বলব কি সে- নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি ॥
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঝলক দিচ্ছে তারি ॥
সিরাজ সাঁই বলে রে লালন
করগে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থাক রে নেহারি ॥
(আরো পড়ূন)