না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়।
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।।
শোন তার কালাম কিছু
আন্তা আবুদু ফান্তা রাহু
বুঝিতে হয় বোঝ কেহ
দিন তো বয়ে যায়।।
এক আয়েতে কয় আফালা তাফাক্কারুন
বোঝ তাহার মানে কেমন
কলুর বলদের মতন
ঘোরার কার্য নয়।।
আঁধার ঘরে সর্প ধরা
সাপ আছে-নাই প্রত্যয় করা
লালন তেমনি বুদ্ধিহারা
পাগলের প্রায়।।
পড়রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরী।
মাসুক রূপ হৃদ কমলে, দেখ আশেক বাতি জ্বেলে,
কিবা সকাল কিবা বৈকালে
দায়েমীর নাম অবধারি।
সালেকের বেহায়াপনা
মজ্জুবি আশেক দেওয়ানা
আশেক দিল হয়ে ফানা
মাশুক বই অন্যে জানে না,
আশার ঝুলি লয়ে সে না
মাশুকের চরণভিখারী।।
কেফায়া আইনি যিন্নি
এই ফরজ জাত নিশানী
দায়েমি ফরজ আদায়, মিশেছে সে জাতে নূরি।
আইনির অদেখা তরিক
দায়েমি বরজখ নিরিখ
সিরাজ সাইজির হক্কের বচন
ভেবে কহে আবুঝ লালন
দায়েমি নামাজি যে জন
শমন তাহার আজ্ঞাকারী।
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
হুজুরী নামাজের আইন এমনি ধারা।।
সেজদা করেছে সেত স্বর্গ মর্ত্য পাতাল জোড়া
কোন জায়গা সে বাদ পড়েছে দেখনা তোরা।।
জায়গার মাহাত্ম্য বুঝে সেজদা দিতে পারে যারা
আদম কয় তাদের হবে নামাজ সারা।।
কিসে হয় আসল নামাজ কর সেই কাজ ভাই সকলেরা,
লালন বলে আখেরে যাতে না যাই মারা।।
(আরো পড়ূন)