দৈনিক আমার দেশ-এর সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন


দৈনিক আমার দেশের সম্পাদকের মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাহমুদুর রহমানকে কারাগার থেকে মুক্তির জন্য প্রধান বিচারপতির উদ্যাগ কামনা করেছেন বিশিষ্ট লেখক ও সমাজ চিন্তাবিদ ফরহাদ মজহার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, ‘সমস্ত মামলায় যেহেতু তার জামিন হয়েছে, তাই জনগণের পক্ষ থেকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি।’

ফরহাদ মজহার বলেন, ‘আমরা এমন মানুষের মুক্তির দাবিতে আজ মানববন্ধনে দাঁড়িয়েছি যিনি অনেক আগেই বলেছিলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা আফ্রিকার জঙ্গলের চেয়ে ভয়াবহ। জঙ্গলেরও কিছু বিধিবিধান আছে, কিন্তু বিচার বিভাগ দেশের জন্য যে বিপর্যয় তৈরি করেছে তা অবিশ্বাস্য।

ফরহাদ মজহার বলেন, ‘মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর যদি তা উপেক্ষা করা হয় তাহলে বিচার বিভাগ তার ভাবমূর্তি আরও হারাবে। বাংলাদেশ অত্যন্ত খারাপ পরিণতির দিকে যাবে। এতে মাহমুদুর রহমানের কিছুই হবে না, তার জনসমর্থন আরো বৃদ্ধি পাবে। বিচারবিভাগের নিজের স্বার্থেই মাহ্মুদুর রহমানকে মুক্তি কিম্বা নিদেন পক্ষে তাঁর জামিন পাওয়া ও সুবিচার পাবার অধিকার নিশ্চিত করা জরুরী।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, দেশের বর্তমান বিচার অঙ্গনে ন্যায়বিচারের অনুপস্থিতের কারণে সমস্ত মামলায় জামিন হওয়া সত্ত্বেও মাহমুদুর রহমানের মুক্তি হচ্ছে না।


আমার দেশ


মানববন্ধনে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

দৈনিক আমার দেশ পরিবারের পক্ষ থেকে এই মানব বন্ধন আয়োজন করা হয়। আগামি কাল রবিবার ১৪ ফেব্রুয়ারি তারিখে তাঁর জামিনের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি হবার কথা।


৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।