পরালালনীল । রাশিদা সুলতানা। মাওলা ব্রাদার্স, ঢাকা । ফেব্রুয়ারি ২০০৯। পৃষ্ঠা ৯৬  । দাম : ১২০ টাকা প্রচছদ: ধ্রুব এষ

লেখক রাশিদা সুলতানা পরাবাস্তবীয় কায়দায় গল্পের বুনোট তৈরি করেছেন। রূপক আর চিত্রকল্পের আশ্রয়ে খন্ডখন্ড জীবন, যাপন ও প্রার্থিত ব্যাকুলতার হাল হকিকত তুলে ধরেছেন। দিনানুদৈনিকের পরতে পরতে আধুনিক মধ্যবিত্তীয় ব্যক্তির নানা রকম খায়েশ, রোমান্টিক চলন, পেশাগত সংঘাত, পরিবারের দ্বান্দ্বিক চিত্র, পতিত নারী, মুক্তিযুদ্ধ, গ্রামীণ জীবনের অনুষঙ্গ সহ বিচিত্র বিষয় উঠে এসেছে এই গল্পগ্রন্থে। গল্পকারের মধ্যে নিরাসক্ত ভঙ্গিতে নৈর্ব্যক্তিক কথকের ভূমিকা রাখার চেষ্টা আছে তার। এই নিরাসক্ত জায়গাগুলোতে তাঁকে চিনে ফেলা যায়। কোথাও কোথাও পক্ষভুক্তির আলামতও লক্ষণীয়। কিন্তু তিনি কোন পক্ষ নিলেন, কী কারণে, কীভাবে নিলেন কিংবা তিনি যে ভাষায় গল্পের বিস্তার করলেন তার হিশাব নিকাশ আর সেইসব প্রশ্নের জবাব নিশ্চয়ই পাঠকরাই বের করবেন।

‘পরালালনীল’ নামের গল্প থেকেই বইটির নামকরণ। স্বপ্নমঙ্গল, রাহুর আরোহী, পরালালনীল, বারিধি, কর্কট, আলিমের নিভৃতিচর্চা, নাহার বেগমের শেষ দিনগুলি--নিয়ে মোট সাতটি গল্পে মলাটবদ্ধ এ বই। এটি লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। আমাদের আশা তিনি সাহিত্যে আরো অনেক বেশী সময় দেবেন।

 

 


প্রাসঙ্গিক অন্যান্য লেখা


লেখাটি নিয়ে এখানে আলোচনা করুন -(0)

Name

Email Address

Title:

Comments


Inscript Unijoy Probhat Phonetic Phonetic Int. English
  

View: 3152 Leave comments (0) Bookmark and Share


Go Back To Arts & Culture
EMAIL
PASSWORD