টুইনটাওয়ারে হামলার আরেক বর্ষপূর্তি


সাইফ শিশির
Sunday 26 September 10

আমেরিকার ঘৃণা দিবসে পরিণত হয় এ বছর নয়-এগার পালন

এ বছর আমেরিকায় নয় এগারর বার্ষিকী আর মুসলমানদের ঈদুল ফিতর ছিল একই দিনে। দেশটার একাধিক মুসলিম গোষ্ঠী ঘোষণা দিয়ে ঈদ উদযাপন করে নাই। তাদের মতে, ৯/১১ তে ঈদ উদযাপনের ফলে মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। তারা বরং শোক আর স্মরণে এগার সেপ্টেম্বর পালন করেছে। একইভাবে দুইহাজার এক এর ওই হামলার পরে বাংলাদেশের মত সারা দুনিয়াই একাত্ম হয়েছিল শোকার্ত আমেরিকান জনগণের সাথে। দুনিয়ার অন্যান্য দেশের মত মুসলিম প্রধান দেশগুলাও রাষ্ট্রীয়ভাবে তো বটেই, দুনিয়ার সাধারণ মুসলমানরাও এত মানুষের মৃত্যুকে শোকের আর স্মরণের দিন বলেই জানে।

কিন্তু খোদ আমেরিকায় এবারের নয় এগারতে শোক আর স্মরণকে ছাড়িয়ে ঘৃণাই জিতে গেছে। গ্রাউন্ড জিরোতে মসজিদ বিতর্ক ও কোরান পোড়ানোর উদ্যোগকে কেন্দ্র করে আমেরিকানরা এবার নয় এগার উদযাপন করেছে ইসলাম আর মুসলমান নামের সবকিছুর প্রতি চরম ঘৃণা আর বিদ্বেষের মধ্যে। শুধু নিউইয়র্ক না, বরং পুরা আমেরিকাই এবারের নয় এগারতে এক বর্ণবাদী প্রচারণার মঞ্চ হয়ে উঠেছিল। একে কেন্দ্র করে মসজিদবিরোধী প্রচারণা আরও বেশি গতি পেয়েছে দেশটাতে। দৈনিক নিউইয়র্ক টাইমস সহ আরও কয়েকটা পত্রিকার জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান গ্রাউন্ড জিরোর কাছে কোনও মসজিদের উপস্থিতি মেনে নিতে চান না। সবচেয়ে বড় খবর হচ্ছে, ফ্লোরিডার এক চার্চের কোরান পোড়ানোর কর্মসূচি। যে কর্মসূচির সরাসরি বিরোধিতা কোন আমেরিকানই করেন নাই। কিন্তু কোরান পোড়ালে তা দুনিয়ার বাকি অংশে আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে--এই আশঙ্কা থেকে কেউ কেউ এমন কর্মসূচিকে অনাকাক্সিক্ষত বলেছেন।

আমেরিকান সমাজের এমন ইসলাম আতঙ্ক আর ঘৃণা-বিদ্বেষের প্রতিবাদে দুনিয়ার নানা দেশে কর্মসূিচ পালন করেছে মানুষ। দখলকৃত আফগানিস্তানে এর প্রতিবাদে কর্মসূিচ পালন কালে দখলদারদের হামলায় নিহত হয়েছে দুইজন। এ অঞ্চলে দখলকৃত কাশ্মিরে কোরান পোড়ানোর প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে আঠারজনকে হত্যা করেছে দখলদার ইনডিয়ান বাহিনী। ইসলামি গোষ্ঠীগুলার বাইরেও আমেরিকার ভেতর-বাইরের নানা সেকুলার ও প্রগতিশীল গোষ্ঠী এমন ঘৃণার প্রচারণার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন। কিন্তু প্রচুর বাংলাদেশী নাগরিক আমেরিকায় বর্ণবাদী সামাজিক হুমকির মুখে থাকলেও এদেশে কোন প্রতিবাদের আলামতই দেখা যায় নাই। দুনিয়াজুড়ে আমেরিকার জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে অবশ্য শেষ পর্যন্ত কর্মসূচি পালন করে ফ্লোরিডার ওই চার্চটা। আফগানিস্তানে ন্যাটো কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস ওই কোরান পোড়ানো কর্মসূচির বিরোধিতা করেছিলেন। এর ফলে যুদ্ধরত মার্কিন সেনাদের জীবন বিপন্ন হতে পারে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

ইসলাম মুসলমান আর ‘সন্ত্রাস’কে একাকার করে ঘৃণার এমন ব্যবসায়ের নাগাল থেকে খোদ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও রেহাই পান নাই। রিপাবলিকানদের হয়ে গত নির্বাচনে সাবেক উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী সারাহ পলিন বড় ধরনের কর্মসূচি পালন করেছেন আলাস্কায়। বর্ণবাদী টিভি তারকা গ্লেন বেক অনেক আয়োজনের মধ্য দিয়ে টিভি দর্শকদের ব্যস্ত রেখেছিলেন মুসলমান বিরোধী প্রচারণায়। সারাহ ও বেক দুইজনই খ্রিস্টান ধর্মের প্রতি ওবামার আনুগত্য নিয়ে বিরূপ প্রচারণা চালিয়েছেন এবারের নয় এগারকে কেন্দ্র করে। তার জন্ম ও বিশ্বাসের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন এই রাজনীতিক ও সাংবাদিকরা। এসব প্রচারণা আমেরিকানরাও ধীরে ধীরে গিলছে। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী ইতিমধ্যে ২০ শতাংশ আমেরিকানই ওবামার ধর্মীয় পরিচয় নিয়ে ধাঁধায় পড়ে গেছে। বর্ণবাদীরা রাষ্ট্রপতি ওবামার পুরা নাম- বারাক হোসেইন ওবামা ব্যবহার করে ইসলাম আতঙ্ক আরও উসকে দিচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক প্রবণতা দেখা গেছে এক মুসলিম ট্যাক্সি চালকের ছুরিকাহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে। শুধু মুসলমানির পরিচয়ে জীবন হারানোর পরিস্থিতিও আমেরিকান সমাজে তৈরি হয়েছে--এটা ওখানকার অভিবাসী মুসলমানদের জন্য নিশ্চয়ই সুখকর না। এ ঘটনার প্রতিবাদে মসজিদের সামনে বিক্ষোভ করেছে মুসলমানরা। সমাজের এমন প্রবণতাকে প্রাতিষ্ঠানিক উদ্যোগে পরিণত করছে একটা নয়া রাজনৈতিক গোষ্ঠী--টি পার্টি। টি পার্টির মত উগ্র-বর্ণবাদী দলগুলা যেকোন ধরনের অভিবাসনের বিরুদ্ধে জোর প্রচারণা চালাচ্ছে। এই গোষ্ঠীটা এ পর্যন্ত কোন রকমে টিকে থাকা বহু সংস্কৃতি ও ধর্মের আমেরিকার ধারণাকে ‘সত্যিকারের আমেরিকা’ (ট্রু আমেরিকা) হিশাবে মানে না। প্রধানত রিপাবলিকান মহলের একটা চরমপন্থী অংশের নেতৃত্বে দলটি শ্বেতাঙ্গ খ্রিস্টান শাসিত এক ‘সত্যিকারের আমেরিকা’ কায়েমে আন্দোলন করে আসছে গত নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর থেকে।

কোন ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে ন্যূনতম ধর্মীয় সহিষ্ণুতার কথা যদি বলা হয়, তবে টি পার্টির রাজনীতিক ও ওই পন্থী টিভি উপস্থাপক কাম সাংবাদিকরা তাদের ‘আমেরিকা-বিরোধী’ বলে প্রচার চালান। এ অবস্থায় এর বিপরীতে দেশটাতে অন্য কোন রাজনৈতিক দলের কোনও কর্মসূচি নাই। মধ্যমেয়াদি নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটরা এসব ইস্যুতে খুব একটা অবস্থান নিচ্ছে না, বরং পিছু হটেন। এমন পিছু হটার সর্বশেষ নজির হচ্ছে গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ বানানো নিয়ে ওবামার অবস্থান। ওখানে একটা মডারেট মুসলমানগোষ্ঠী কর্তৃক ইসলামি সংস্কৃতি কেন্দ্র ও মসজিদ স্থাপনে প্রথমে সহানুভূতি দেখানোর ফলে রাষ্ট্রপতি ওবামা প্রবল সমালোচনার মুখে পড়েন এবং নিজের অবস্থান থেকে সরে আসেন। পরে হোয়াইট হাউস থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয় যে, রাষ্ট্রপতি কোন মসজিদ বানানোর পক্ষে বা বিপক্ষে কিছুই বলেন নাই, তিনি আমেরিকায় সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সাম্যের কথা মনে করিয়ে দিয়েছেন মাত্র।

saif.shishir@gmail.com

 


Available tags : হিন্দুত্ববাদী রাষ্ট্র, ভারত, ভাষা, সংস্কৃতি, মারাঠি, গুজরাটি, মালয়ালি, অসমীয়া, বিহারী, সিকিমি, কাশ্মীরি

View: 4518 Posts: 1 Post comments

barak obama ki sotti sotti ground gero te mosjid complex bananor niti theke shore asechen
Home
EMAIL
PASSWORD